Graphic Design বা গ্রাফিক্স ডিজাইন হলো, এই ডিজিটাল দুনিয়ার সবথেকে জনপ্রিয় একটি নাম। অনলাইন অথবা অফলাই যাই বলি না কেন, বর্তমানে প্রায় সব সেক্টরেই গ্রাফিক্স এর কাজ করা হয়।
যত দিন যাচ্ছে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা ততই বেড়েই চলেছে। Online ভিত্তিক প্রায় সকল কম্পানির গ্রাফিক্স ডিজাইনার প্রয়োজন। তাই আজকে আমি Graphic Design বা গ্রাফিক্স ডিজাইন নিয়ে আপনাদের ধাপে ধাপে একটা সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব।
Graphic Design বা গ্রাফিক্স ডিজাইন কি?
Graphic Design হচ্ছে ইমেজ এবং কালার এর কম্বিনেশনের মাধ্যমে কোনো মেসেজ প্রদান করা। গ্রাফিক্স ডিজাইনকে Communication ডিজাইন বলা যেতে পারে। গ্রাফিক্স ডিজাইন দুই ধররেন হয়।
-
Virtual Graphic Design (ভার্চুয়াল গ্রাফিক ডিজাইন)।
ভার্চুয়াল গ্রাফিক্স ডিজাইন বলতে যাকে ছোয়া যায় না এমন ডিজাইনকে বোঝানো হয়। যেমন: কোনো ওয়েব সাইটের Banner, বিজ্ঞাপন, ইমেজ, ইত্যাদি।
-
Physical Graphic Design (শারীরিক গ্রাফিক ডিজাইন)।
শারীরিক গ্রাফিক ডিজাইন হলো যাকে ছোয়া যায় এমন ডিজাইনকে বোঝানো হয়। যেমন: পলিটিক্যাল পোস্টার, প্রতিষ্ঠানের ব্যানার, ইত্যাদি।
গ্রাফিক্স ডিজাইনারেরা Client এর শর্ত অনুযায়ী Advertisement, magazine, presentation, report, logo, Website layout ইত্যাদি ডিজাইন করে থাকে।
গ্রাফিক্স ডিজাইন কত প্রকার
Graphic Design অনেক বড় একটি Industry। যার মধ্যে রয়েছে অনেক ক্যাটাগরি। যেমনঃ
(1) Logo Design (লোগো ডিজাইন)
(2) Motion graphics design (মোশন গ্রাফিক্স ডিজাইন)
(3) Branding stationery design (ব্র্যান্ডিং স্টেশনারি নকশা)
(4) Business card design (বিজনেস কার্ড ডিজাইন)
(5) Art and industry design (শিল্প এবং শিল্প নকশা)
(6) User interface design (ইউজার ইন্টারফেস ডিজাইন)
(7) Facebook cover photo design (ফেসবুক কভার ফটো ডিজাইন)
(8) Book cover design (বইয়ের কভার ডিজাইন)
(9) Web banner design (ওয়েব ব্যানার ডিজাইন)
(10) Calendar design (ক্যালেন্ডার ডিজাইন)
(11) Magazine design (ম্যাগাজিন ডিজাইন)
(12) Web template design (ওয়েব টেমপ্লেট ডিজাইন) ইত্যাদি।
আপনি যদি ফ্রিল্যান্সিং এ কাজ করতে চান তাহলে আপনাকে সব ক্যাটাগরি এক্সপার্ট হওয়া লাগবে না। আপনি প্রথম অবস্থায় যে কোনো একটা বিষয় ভালো করে শিখবেন এবং সেটাতে এক্সপার্ট হবেন। তাহলেই আপনার ডিমান্ড বেশি থাকবে।
Graphic Design কোথা থেকে শিখবেন ?
Beginner দের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অনেকের কাছে টাকা থাকে না। তাহলে তারা কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখবে বা কোর্স করবে? এর সঠিক উত্তর হলো আপনাকে কোনো কোর্স করতে হবে না।
সম্পূর্ণ ফ্রিতে আপনি একজন Professional গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন। কারণ অনলাইনে অনেক পরিমানের ফ্রি গ্রাফিক্স ডিজাইন শেখার সোর্চ আছে। আপনার শুধু প্রয়োজন ইউটিউব বা গুগল থেকে খুজে বের করার দক্ষতা।
আপনি যদি Logo ডিজাইন শিখতে চান তাহলে Youtube এর সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে Logo Design tutorial in bangla। এরপর ফিল্টারে গিয়ে Playlest সিলেক্ট করে দিবেন। তারপর অনেক Playlest পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলায়। Same ভাবে আপনি যেটাই শিখতে চান সেটাই পেয়ে যাবেন।
গ্রাফিক্স ডিজাইনের কি কি শিখবেন ?
গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য সর্বপ্রথম আপনাকে কিছু সফটওয়্যার শিখতে হবে। যার মধ্যে জনপ্রিয় কিছু সফটওয়্যার হলো-
- Adobe Photoshop (অ্যাডোবি ফটোশপ)।
- Adobe Illustrator (অ্যাডবি ইলাস্ট্রেটর)।
- Adobe Indesign (অ্যাডবি ইনডিজাইন)।
একজন Beginner হিসেবে আমি আপনাকে বলবো উপরের এই তিনটি সফটওয়্যারের প্রায় সবগুলো টুল সম্পর্কে ধারণা রাখতে। আমাকে কোট Tool এর কি কাজ এই সম্পর্কে।
এরপর বিভিন্ন Taxt, Font, Colour সম্পর্কে ধারণা নিন। মানে কোথায় কোন ফন্ট ব্যবহার করলে ভালো হবে বা কোন কালারের সাথে কোন কালার ফুটে উঠবে এই সম্পর্কে।
এছাড়াও Sad মোমেন্ট হলে কোন ফন্ট ব্যবহার করবে এবং Happy মোমেন্ট হলে কোন ফন্ট ব্যবহার করবেন এগুলোও জেনে রাখবেন।
এরপর যেকোনো একটা ক্যাটাগরি ঠিক করবেন যেটা আপনার পছন্দ অনুযায়ী। যেমন: Logo Design, Motion graphics design, Branding stationery design, Business card design ইত্যাদি ক্যাটাগরি নির্বাচন করতে পারেন। আর সবথেকে বড় কথা হলো যেই ক্যাটাগরি নির্বাচন করবেন সেই বিষয়ে এক্সপার্ট হতে হবে।
আপনার পোর্টফোলিও তৈরি করুন
গ্রাফিক্স Design এর সকল কাজ শিখা হয়ে গেলে বা এক্সপার্ট হয়ে গেলে তারপরের ধাপে আপনাকে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। একজন Professional গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতে হলে অবশ্যই আপনার পোর্টফোলিও থাকতে হবে।
এরজন্য আপনি Behance.net এই ওয়েব সাইটে নিজের জন্য একটা প্রফাইল খুলে রাখতে পারেন। অথবা নিজের নামে একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে আপনার করা কাজগুলো আপলোড করে রাখতে পারেন।
এটা যদি না পারেন তাহলে আপনার করা কাজ গুলো গুগল ড্রাইভে হলেও আপলোড করে রাখবেন। এর কারন কোনো ক্লায়েন্ট আপনার কাজের দক্ষতা দেখতে চাইলে, সেটা তাকে যেন খুব সহজেই লিংক এর মাধ্যমে দেখানোর জন্য পোর্টফোলিও প্রয়োজন। কারণ যে কেউ আপনাকে কাজ দেওয়ার আগে আপনার কাজ দেখতে চাইবে।
এই পর্যায়ে আপনি কাজ শিখে ফেলেছেন, পোর্টফোলিও রেডি করা হয়ে গেছে। এখন আপনি কাজটা কোথায় করবেন। চলুন এই বিষয়েও জেনে আসি।
গ্রাফিক্স ডিজাইনের কাজ কোথায় করবেন ?
একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনি Freelancing, অথবা Parmalat এ জব করতে পারবেন। ফ্রল্যান্সিং করার জন্য কিছু জনপ্রিয় মার্কেটপ্লেস রয়েছে। যেমন-
- Upwork (আপওয়ার্ক)।
- Fiverr (ফাইভার)।
- Freelancer (ফ্রিল্যান্সার)।
- PeoplePerHour
- 99Designs (99 ডিজাইন)।
- Design Milk
উপরের এই কয়েকটি ওয়েব সাইটে বা মার্কেটপ্লেসে আপনি একাউন্ট তৈরি করে আপনিও ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করে দিতে পারেন।
এছাড়াও বিভিন্ন ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে আপনি অবশ্যই জয়েন করবেন। সেখান থেকেও আপনি কাজ পেতে পারেন। এছাড়াও আপনি চাইলে কোনো কম্পানিতে Full time Job করতে পারবেন।
এর জন্য আপনাকে CV এবং লিংকিং প্রফাইল রেডি করে চাকরির জন্য Aplay করতে হবে। নিচে আমি আমাদের দেশের অনেক গুলো Jobs সাইটের লিস্ট দিয়ে দিচ্ছি।
সেরা ১০টি অনলাইন চাকরির সাইট
- Bdjobs ডট কম (বিডিজবস)।
- Kormo ডট গুগল ডট কম।
- Chakri ডট কম ডট বিডি।
- Bdjobstoday ডট কম।
- Chakrir Khobor ডট নেট।
- Job ডট কম ডট বিডি।
- Alljobsbd ডট কম।
- BD-Career ডট কম।
- Jagojobs ডট কম।
- Ejobscircular ডট কম।
উপরের এই কয়েকটি অনলাইন চাকরির সাইট ছাড়াও আরো বেশ কিছু সাইট রয়েছে যেখানে বাসায় বসে ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইনের কাজ করে আয় করা যায়। এখন জেনে নেওয়া যাক একজন গ্রাফিক্স ডিজাইনারের বেতন বা সেলারি কত টাকা হতে পারে?
গ্রাফিক্স ডিজাইনের বেতন কত ?
যেহেতু এটি একটা Creative Fields জব তাই সঠিক বলা ডিফিকাল্ট। তবে আনুমানিক ১৫ থেকে ২৫ হাজারের আশেপাশে হবে এবং আপনার অভিজ্ঞতা যত বাড়তে থাকবে সেলারিও তত বাড়তে থাকবে। যারা প্রফেশনার গ্রাফিক্স ডিজাইন করে থাকে তাদের সেলারি প্রায় ৫০ থেকে ৭০ হাজার হয়ে থাকে আমাদের দেশের মার্কেটে।
আর যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে হয়তো আরো বেশি আয় করতে পারবেন। যেহেতু ফ্রিল্যান্সিং কোনো ফিক্স চাকরি না তাই কোনো মাসে হয়তো ২ হাজার ডলার আয় করতে পারবেন আবার হয়তো কোনো মাসে টাকা আয় করতে পারবেন না।
এই পর্যায়ে আমি আপনাদের কিছু ফ্রি রিসোর্চ শেয়ার করব। যেটা একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনার জেনে রাখা ভালো এবং অনেক কাজে আসবে। এর মধ্যে Pexels, unsplash, যেখানে আপনি ফ্রি ইমেজ পাবেন। এই ইমেজ গুলো আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন।
এছাড়াও Icon ব্যবহার করা জন্য আইকন ডট কম এই ওয়েব সাইট থেকে ফ্রিতে Icon ডাউনলোড করতে পারবেন। সেম আরো একটি ওয়েব সাইট হলো Simple Icons ডট ওআরজি। Font এর জন্য Dafont ডট কম এই ওয়েব সাইট ব্যবহার করতে পারেন।
উপরের গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে সংক্ষেপে কিছু হলেও গাইডলাইন জানতে পেরেছেন। যদি পূর্ণ ধারণা পেতে চান তাহলে ইউটিউব অথাব বিভিন্ন কোর্সের মাধ্যে পূর্ণ ধারণা নিতে পারবেন।